বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার দখলের লড়াইয়ে এখনও ১ নম্বরে স্যামসাং!
স্মার্টফোন বাজার দখলে কেউ আসলে এককভাবে এগিয়ে নেই তবে ২০.৯% মার্কেট শেয়ার নিয়ে সবার প্রথমে আছে স্যামসাং। এর পরপরই সম্প্রতি অ্যাপলকে পিছনে ফেলে দুইয়ে আসা হুয়াওয়ে এবং তৃতীয় অবস্থানে অ্যাপল। তাদের শেয়ার যথাক্রমে ১৫.৩% ও ১২.১%। স্যামসাং এর এগিয়ে থাকার অন্যতম কারণ তাদের ফ্লাগশিপ স্মার্টফোনগুলো একের পর একের এক নিত্যনতুন প্রযুক্তি নিয়ে বাজারে আসার জন্য। তাছাড়া তাদের স্মার্টফোনের ভেরিয়েন্ট ও অনেক। এন্ট্রি লেভেল থেকে ফ্লাগশিপ সব দামেই ফোন আছে।আর বর্তমানে ওয়ান ইউ আই এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোকে আগের থেকে স্মুথ করেছে।
আর হুয়াওয়ের ৫ম প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা ও নিজস্ব চিপ থাকার দরুন তাদের স্মার্টফোনগুলো সফটওয়্যার ও হার্ডওয়্যারের মেলবন্ধন ও ভালো। যদিও আমেরিকা ও চীনের বাণিজ্য যুদ্ধের কারণে তাদের আমেরিকান মার্কেটের শেয়ারে ভাটা পড়েছে। এতো কিছুর পড়েও সবথেকে এগিয়ে স্যামসাং আর তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে হুয়াওয়ে।